প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
টাঙ্গাইলে মহিলাদল নেত্রী এডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৬ অক্টোবর মহিলা নেত্রীরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে নির্বাচন পরবর্তী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে মহিলাদল আয়োজিত প্রস্তুতি সভায় অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, হাওয়া বেগম, আশা আক্তার ও কোহিনুর বেগম প্রমুখ। সভায় টাংগাইল সদর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নির্বাচনী বিভিন্ন কলা কৌশল ও প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এছাড়াও ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার পরামর্শ প্রদান করা হয়।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com